যেভাবে বিনামূল্যে দেখবেন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৫ জুন ২০২৫

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ওটিটিতে এর সম্প্রচার শুরু হলেও ইউটিউবে দেখা না যাওয়ায় অনেকেই ছিলেন হতাশ। এবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে সুখবর দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি।

তিনি জানালেন, শিগগিরই ইউটিউবেও দেখা যাবে জনপ্রিয় এই ধারাবাহিকটি। অর্থাৎ, ইউটিউবে ঢুকে বিনামূল্যেই জনপ্রিয় নাটকের নতুন সিজনটি উপভোগ করতে পারবেন দর্শক। শুধু তাই নয়, চ্যানেল আইয়ের পর্দাতেও নাটকটি দেখা যাবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায়।

নিজের ফেসবুক পোস্টে অমি লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে আসছে।’

এই ঘোষণার পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও উচ্ছ্বাস। অনেকেই মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন নির্মাতাকে।

দর্শকদের চাহিদা ও ভালোবাসাকে সম্মান জানিয়ে নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

এর আগেও অমি জানিয়েছিলেন, ‘প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব। একই দিন রাত সাড়ে ৯টায় এটি দেখা যাবে টেলিভিশন চ্যানেল আইয়ের পর্দাতেও।’

নাটকটির পঞ্চম সিজনে আগের মতোই উপস্থিত থাকবেন জনপ্রিয় সব চরিত্র। অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল ও পারসা ইভানা।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।