জন্মদিনে কক্সবাজারে কী করছেন শিরিন শিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৫ জুন ২০২৫
শিরিন শিলা

বন্ধুদের সঙ্গে আনন্দ করে জন্মদিন উদ্‌যাপন করতেন অভিনেত্রী শিরিন শিলা। তবে এবার অন্যভাবে উদ্‌যাপন করছেন দিনটি। আজ (২৫ জুন) সকালে কক্সবাজারে পৌঁছেছেন শিলা। রাতে স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করবেন এই অভিনেত্রী।

শিরিন শিলা বলেন, ‘বর, শ্বশুর-শাশুরিকে সঙ্গে নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছি। এখন সি বিচে বরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। এখানেই কাটবে এবারের জন্মদিনটা।’

জন্মদিনে স্বামী কী উপহার দিয়েছেন জানতে চাইলে শিরিন শিলা জানান, ‘এখনো কিছু্ পাইনি। সন্ধ্যার পর জানতে পারব। তখন কেক কাটা হবে।’

ছয় বছরের প্রেমের পর বিয়ে করেন শিরিন শিলা। স্বামী আবিদুল মহায়মীন সাজিলের পরিবারসহ জন্মদিন উদযাপন করতে কক্সবাজারকে বেঁছে নিয়েছেন তিনি। এই নায়িকা বলেন, ‘পরিবারে সঙ্গে এখানে দুদিন থাকব। সাবাইকে নিয়ে কেক কাটব।’

২০১৮ সালের ১০ অক্টোবর প্রেমিক সাজিলের সঙ্গে পরিচয় হয় শিরিন শিলার। ছয় বছর পর গত বছরের একই তারিখে বিয়ে করেন তারা।

ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন শিরিন শিলা। এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অপু বিশ্বাস থাকলেও শিরিন শিলা নিজের যোগ্যতায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এরপরই শিরিন শিলা সুযোগ পান শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ ছবিতে। বর্তমানে তার তিনটি ছবি আছে মুক্তির অপেক্ষায়। সেগুলো হলো, ‘দ্য রাইটার’, ‘ভালোবাসি তোমায়’ ও ‘ব্যাচেলর ট্রিপ’।

এমআই/এলআইএ/জিকেএস/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।