কনার বিচ্ছেদের সংবাদে যা বললেন সালমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৬ জুন ২০২৫
দিলশাদ নাহার কনা ও সালমা আক্তার। ছবি: সংগৃহীত

 

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা গতকাল (২৫ জুন) তার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ ৬ বছরের সংসার জীবনের ইতি টানার কথা জানান। তার এ স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা, জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় ঘটে।’ কনার সংসার জীবনের সমাপ্তির কথা জানার পর শোবিজের অনেকেই বিভিন্ন ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন।

অন্যান্যদের মতো এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা আক্তারও তার সোশ্যাল মিডিয়ায় কনার বিচ্ছেদ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘মানুষ মারা গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কঠিন সময়ে শিল্পীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকা অত্যন্ত জরুরি। আমরা শিল্পী আমাদের প্রত্যেকের ওপর এরাই কিছুটা কর্তব্য চাপিয়ে দেয়। এই ক্ষণস্থায়ী দুনিয়ায়, যার যার কষ্ট, তার তার সবাই একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন।’ যদিও সালমা তার পোস্টে কারো নাম লেখেননি। কিন্তু পুরো লেখা থেকে বোঝা যায়, তিনি শিল্পী কনার এই দুঃসময়ে সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে সব সহকর্মীকে পাশে থাকার কথা বলেছেন। সালমার এ স্ট্যাটাসের সবাই প্রশংসা করছেন।

দীর্ঘ ৭ বছরের প্রেমের পর কনা ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে তাদের আর এক ছাদের নিচে বসবাস করা সম্ভব হচ্ছে না।

২০০০ সাল থেকে গানের ভুবনে পা রাখা কনা চলচ্চিত্র, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি সব অঙ্গনেই কাজ করছেন। অসংখ্য মিষ্টি গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।

কনার গাওয়া সবশেষ আলোচিত গান ‘দুষ্টু কোকিল’। এটি গত রোজার ঈদে ‘তুফান’ সিনেমায় সংযোজিত হয়। গানটি শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।