মরদেহ নিতে চান না হুমাইরার বাবা, অভিনেত্রীর ময়নাতদন্ত সম্পন্ন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১১ জুলাই ২০২৫
হুমাইরা আসগর। ছবি: সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর করাচির প্রতিরক্ষা দফতরের আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন। বন্ধ দরজা, মেঝেতে উপুড় অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় ৩২ বছর বয়সী এ অভিনেত্রীর। একেবারে পচে গিয়েছিল তার মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, ছয়দিন আগে মৃত্যু হয়েছে হুমাইরার। অভিনেত্রীর দেহ নিতে অস্বীকার করেছেন তার বাবা। এবার অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

দেশটির স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, পচাগলা অবস্থায় হুমাইরার দেহ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটের মালিক মাসিক ভাড়া না পাওয়ায় ফ্ল্যাটটি অবিলম্বে খালি করে দেওয়ার অনুরোধ করেছিলেন হুমাইরাকে। কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়।

মরদেহ নিতে চান না হুমাইরার বাবা, অভিনেত্রীর ময়নাতদন্ত সম্পন্ন

দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে। ঘরে হুমাইরার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ। তাতেই জানা যায়, প্রায় নয় মাস আগে নাকি মৃত্যু হয়েছে তার। অভিনেত্রীর বাড়ির ভেতরে শুকনো নোংরা পানির পাইপ, পচে যাওয়া প্রায় ছয়মাস পুরোনো খাবার পাওয়া গেছে।

আরও বলা হচ্ছে যে, অভিনেত্রী গত কয়েক মাসে বিদ্যুতের বিল মেটাতে পারেননি বলে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছিল। গত ছয়–সাত মাস ধরে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেননি হুমাইরা। তাই অনুমান করে বলা হয়েছে কয়েক মাস আগেই মারা গেছেন এ অভিনেত্রী।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।