উরফির ঠোঁট ফুলে ঢোল, কী হয়েছে তার
দীর্ঘদিন ধরে নিজের অনুরাগীদের বিভিন্ন রকম পোশাকে চমক দিয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী উরফি জাভেদ। এবার উরফির এক ভিডিও দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন সবাই।
উরফির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়েছে।
উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় উরফি সেই ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ‘আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই পদক্ষেপ নেবো।’
View this post on Instagram
শুক্রবার হঠাৎ উরফি তার আরও এক ভিডিও ও ছবি শেয়া করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে জানিয়েছিলেন যে, মারাত্মক অ্যালার্জির সমস্যায় ভুগছেন তিনি। কনো চিকিৎসক এই সমস্যার সমাধান করতে পারবেন কিনা সেই প্রশ্নও করেছিলেন তিনি। ওই ছবিতে দেখা যাচ্ছিল তার চোখ-মুখ অ্যালার্জিতে লাল হয়ে ফুলে গিয়েছে।
যদিও অন্যান্য সময় নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তার খোলামেলা পোশাকের বিরুদ্ধে কথা বলেন।
এমএমএফ/জিকেএস