একযুগ পর টিভি সিরিজের গানে ফিরলেন মাহমুদ মানজুর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২০ অক্টোবর ২০২৫
মাহমুদ মানজুর

একযুগ পর টিভি ধারাবাহিকের গানে ফিরলেন জনপ্রিয় গীতিকবি মাহমুদ মানজুর। দীর্ঘ বিরতির পর আবারও এক হলেন তিন সৃষ্টিশীল মানুষ—নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গীতিকবি মাহমুদ মানজুর এবং সংগীত পরিচালক-শিল্পী আরফিন রুমি।

এ তিনজনের সূচনা হয়েছিল ২০১০ সালে, রাজের সিনেমা ‘ছায়া-ছবি’ দিয়ে। ওই ছবির ‘পথ জানা নেই’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ‘ব্যাচেলরস দ্য ফ্যামিলি’, ‘ইডিয়টস’, ‘তারকাঁটা’, ‘যদি একদিন’সহ অনেক নাটক ও সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। তবে টানা একযুগ পর আবারও টিভি ধারাবাহিকের টাইটেল গানে যুক্ত হলেন তিনজন।

নতুন এই গানটির শিরোনাম ‘এটা আমাদেরই গল্প’—যা একই নামের মেগা ধারাবাহিকের জন্য লেখা হয়েছে। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর, সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা। গানটি এরই মধ্যে প্রকাশ হয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন গ্লোবাল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গানটি নিয়ে উচ্ছ্বসিত আরফিন রুমি বলেন, ‘রাজ কাকা, মানজুর মামা আর আমি—আমাদের তিনজনের গান মানেই সাড়া ফেলে। ‘পথ জানা নেই’ থেকে ‘এটা আমাদেরই গল্প’, প্রতিটি গানেই আমরা একধরনের ধারাবাহিকতা রাখতে পেরেছি। এটা আমাদের জন্য দারুণ তৃপ্তির।’

অন্যদিকে গীতিকবি মাহমুদ মানজুর বলেন, ‘রাজ কাকা আর রুমি মামা আমার জীবনের আশীর্বাদের মতো। আমরা একে অপরকে দূর থেকেও বুঝি, তাই একসঙ্গে কাজ করলে সহজেই ভালো কিছু হয়। ১২ বছর পর আবার টিভি সিরিজের জন্য গান লিখেছি, এটা আনন্দের।’

আরও পড়ুন:
জুটি বাঁধলেন আলভী-শ্রেয়সী
অবশেষে হত্যা মামলার নির্দেশ দিলেন আদালত

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, গানটি এরই মধ্যে ভালো সাড়া পাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে। তার প্রত্যাশা, সিরিজটি প্রচার শুরু হলে এই গান আরও জনপ্রিয়তা পাবে।

‘এটা আমাদেরই গল্প’—তারকাবহুল এই মেগা ধারাবাহিকটি খুব শিগগির সম্প্রচার শুরু হবে চ্যানেল আই-তে।

গানটি শুনতে চাইলে লিংক: spotify.link/hbuzjhz4sXb

এলআইএ/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।