‘মনপুরা’ ছবির নির্মাতার নতুন চমক ‘পারফেক্ট ওয়াইফ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫
‘মনপুড়া’ ছবির নির্মাতার নতুন চমক ‘পারফেক্ট ওয়াইফ’র একটি দৃশ্য

নতুন নির্মাণ নিয়ে ফিরছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের। এর নাম রেখেছেন তিনি ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামীকাল ২২ অক্টোবর দিবাগত রাত ১২টা (২৩ অক্টোবর)–থেকে দেখা যাবে ‘মনপুরা’ ছবির নির্মাতার নতুন চমক ‘পারফেক্ট ওয়াইফ’।

এরইমধ্যে (২০ অক্টোবর) প্রকাশ হয়েছে এর ট্রেলার। যা দেখে ধারণা করা যাচ্ছে তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে গল্প।

ট্রেলারে গল্পের আভাস মিলেছে, এক দম্পতি তার বিবাহিত বন্ধুর বাড়িতে বেরাতে আসে। আর তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা। দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ। কিন্তু এই কলহের উৎপত্তি কোথায়? নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, কলহের উৎপত্তি বোঝা যাবে কনটেন্টটি দেখার পর। তবে এই এই বোঝাপড়াটা এত সহজ নয়।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পুরুষালি দৃষ্টিভঙ্গিতে ‘মনের মতো বউ’ বলে একটা বিষয় কাজ করে। স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সেই স্ত্রী পারফেক্ট। এই প্রচলিত ধারণা বা আকাঙ্খাকে প্রশ্ন করতেই আমাদের নতুন নির্মাণ ‘পারফেক্ট ওয়াইফ’। আমরা এই গল্পটা একটু মজা করে বলার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন।’

‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুন্য’, ‘কাজলরেখা’ এবং চরকি অরিজিনাল ফিল্ম ‘গুণিন’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কাছে দর্শক সিনেমাই প্রত্যাশা করে। কেন হঠাৎ করে কম দৈর্ঘ্যের কনটেন্ট নির্মাণ করলেন তিনি? উত্তরে জনপ্রিয় এ নির্মাতা বলেন, ‘নির্মাতা হিসেবে আমি সব রকমের কাজই করতে চাই এবং করাই উচিৎ বলে মনে করি।’

তরুণ-নবীনদের নিয়েই কাজটি করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, এ কনটেন্টের সিনেমাটোগ্রাফার, এডিটর, মিউজিক ডিরেক্টর এবারই প্রথম ফিকশনে কাজ করলেন। ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’-এ একটি দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান। আরেক দম্পতির ভূমিকায় আছেন মীর রাব্বি ও জৌপারী লুসাই।

এমআই/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।