সিদ্ধার্থের সাথে প্রেম করছেন আলিয়া!


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৭ মে ২০১৫

লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রা। বি-টাউনে এখন এ মুখরোচক খবরটাই উড়ে বেড়াচ্ছে। প্রায়ই নাকি একসাথে ঘুরতে দেখা যাচ্ছে দুজনকে। শোনা যাচ্ছে এক সাথে নাকি প্রচুর সময়ও কাটাচ্ছেন তারা।

অনেকেই বলছেন প্রেমের জালে আটকা পড়েছেন দুই তারকা। তবে এ খবরে কেউই নিশ্চিত নয়।

জানা যায় আজকাল সিদ্ধার্থ একটু বেশি বেশিই যাতায়াত করছেন আলিয়ার বাসায়। সেখানে থেকেও যান মাঝে মাঝেই! মুম্বাইয়ে আলিয়া বাবা-মা আর বোনের সঙ্গেই থাকেন। সিদ্ধার্থ আলিয়ার বাসায় এসে শুধুমাত্র আলিয়ার সঙ্গে সময় কাটায়, বিষয়টা এমন নয়। বরং গোটা পরিবারের সঙ্গেই সিদ্ধার্থের সম্পর্ক খুব ভালো। এবং সিদ্ধার্থ সবার সঙ্গেই আড্ডা দেন।

তবে মজার ব্যাপার হচ্ছে করণ জোহরের ‘কাপুর অ্যান্ড সানস সিন্স ১৯২১’ ছবির শুটিং-এ একটি গানের দৃশ্যে আলিয়াকে ছোটো একটি পোশাক পরতে হয়। ক্যামেরা সামনে দাঁড়ানোর আগে আলিয়া সিদ্ধার্থের দিকে জিজ্ঞাসু চোখে তাকায়। সিদ্ধার্থ ঘাড় নেড়ে সায় দিলে, তবেই আলিয়া নিশ্চিন্তে ফ্লোরে নামে।

আর শুটিংয়ের আগে এহেন দৃশ্য দেখেই সবাই নিশ্চিত হচ্ছেন তাদের প্রেম বিষয়ে। দেখাই যাক, শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।