জয়, হাসান মাসুদ ও সিদ্দিকের বিরুদ্ধে মামলা করছেন হাসান জাহাঙ্গীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

টিভি পর্দার জনপ্রিয় তিন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, হাসান মাসুদ ও সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা হাসান জাহাঙ্গীর। তবে তার আগে উকিল নোটিশ পাঠাচ্ছেন তিনি। আজকালের মধ্যেই তিন অভিনেতার কাছে উকিল নোটিশ যাবে বলে নিশ্চিত করেছেন হাসান জাহাঙ্গীর।

সম্প্রতি এশিয়ান টিভিতে প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘কমনসেন্স’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন হাসান মাসুদ ও সিদ্দিকুর রহমান। এই অনুষ্ঠানেই হাসান জাহাঙ্গীরকে নিয়ে অশালীন কথা বলা ও তার শিক্ষাগত যোগ্যতা নেই বলে মন্তব্য করেন হাসান মাসুদ। তাতে সমর্থন দেন সিদ্দিক। অনুষ্ঠানে এসব বক্তব্যের প্রেক্ষিতে তাদের তিন জনের বিরুদ্ধেই মানহানি মামলা করবেন তিনি। পাশাপাশি নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর'স গিল্ড ও শিল্পীদের সংগঠন আর্টিস্ট ইক্যুইটিতে লিখিত অভিযোগ দিয়েছেন হাসান জাহাঙ্গীর।

জয়ের উপস্থাপনায় ‘কমনসেন্স’ অনুষ্ঠানে হাসান মাসুদকে প্রশ্ন করা হয়, তার শোবিজে সবচেয়ে পছন্দের মানুষটি কে? উত্তরে হাসান মাসুদ বলেন, এটিএম শামসুজ্জামান। এরপর প্রশ্ন করা হয়, শোবিজে আপনার অপ্রিয় মানুষটি কে? এমন প্রশ্নের উত্তরে হাসান মাসুদ বলেন, ‌‌‌‘হাসান জাহাঙ্গীর ছাড়া এই মুহূর্তে আর কাউকে দেখছি না।’ হাসান মাসুদ আরও বলেন, ‘তার (হাসান জাহাঙ্গীর) কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সে যে কাজগুলো করেন তা একেবারেই হাস্যকর।’

উপস্থাপক জয় এসময় হাসান জাহাঙ্গীরের বর্তমান সময়ের কাজের ব্যস্ততার প্রসঙ্গ আনলে হাসান মাসুদ জয়ের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের ভাঙ্গিয়ে আজ হাসান জাহাঙ্গীর এতদূর এসছে, আপনি সিদ্দিককে জিজ্ঞেস করে দেখুন।’

এ প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘ওই অনুষ্ঠানে আমার শিক্ষাগত যোগ্যতাসহ নানা আপত্তিকর কথা বলা হয়েছে। অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স করেছি। একটি কলেজে প্রভাষকের চাকরিও করেছি। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই শোবিজে কাজ করছি। অথচ তারা আমাকে অশালীন মন্তব্য করেছেন। আমি আইনিভাবেই তাদের জবাব দেব।’

হাসান জাহাঙ্গীর আরও বলেন, ‘২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা আমার নাটকে কাজ দিয়েছি হাসান মাসুদ ও সিদ্দিককে। কখনও তাদের সঙ্গে আমার কোনোরকম ঝামেলা হয়নি। এখন অবস্থা বদলেছে। গল্পের প্রয়োজনেই তাদের নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। আবার এই দিকে আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। হতে পারে এসব কারণে বা জেলাসি থেকেই তারা আমাকে নিয়ে এমন মন্তব্য করেছেন। তবে তাদের মতো জনপ্রিয় অভিনেতাদের কাছে এসব আমি প্রত্যাশা করিনি।’

হাসান জাহাঙ্গীর হতাশা ব্যক্ত করে আরও বলেন, ‘অনুষ্ঠানে শুধু আমাকেই নয়, দেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকেও কটাক্ষ করেছেন হাসান মাসুদ ও সিদ্দিক। একজন সহকর্মীকে নিয়ে এসব আপত্তিকর কথাবার্তা ইন্ডাস্ট্রির জন্য খুবই নেতিবাচক বিষয়।’

তবে এই মামলার বিষয়ে হাসান মাসুদ, সিদ্দিক ও শাহরিয়ার নাজিম জয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।