লাইভে এসে যা বললেন সানাই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৪ আগস্ট ২০১৯

সোশ্যাল মিডিয়ার এক আলোচিত নাম সানাই। সারাদেশের মানুষ চেনে তাকে। সানাই বেশি আলোচনায় এসেছেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কিংবা লাইভে এসে। এদিকে তার অভিনীত ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

সিনেমা মুক্তি পেতে আরও কিছুদিন সময় লাগবে হয়তো। তবে তার আগে নতুন নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন মডেলকন্যা সানাই। আজ বন্ধু দিবস উপলক্ষে অনেক দিন পরই রোববার বিকেলে ফেসবুক লাইভে এসেছিলেন সানাই। তার ফেসবুক ভ্যারিফাইড পেজে লাইভে এসেই বন্ধুদের এক সুখবর দিলেন এই মডেল।

অনেকেই বন্ধু দিবসের শুভেচ্ছা জানাচ্ছিলেন সানাইকে। সানাই মাহবুব বলেন, ‘প্রত্যেকটা দিনই আমার কাছে বন্ধু দিবস। বন্ধু তো সব সময়ের জন্যই বন্ধু। যে বন্ধু না, সে যেমন একদিনে বন্ধু হতে পারে না। যে বন্ধু, তার সঙ্গে একদিন ঝগড়া হলে সে শত্রু হয়ে যায় না। আমি সব সময় এভাবেই চিন্তা করি।’

বন্ধুদের নতুন খবর জানিয়ে সানাই বলেন, ‘শিগগিরই আমার ইউটিউব চ্যানেল আসছে। এখন আমার সব চিন্তা ও কাজ ইউটিউব চ্যানেল ঘিরে। ঈদের আগেই ইউটিউব চ্যালেনটা যাত্রা শুরু করবে। ঈদ ঘিরে বেশকিছু কাজ করেছি। এগুলো চলে আসবে।’

এদিকে সম্প্রতি সানাই মাহবুবের একটা স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়। তাকে নিয়ে সবখানে আলোচনা সমালোচনা যারা করে তাদের ইঙ্গিত দিয়ে সানাই সেই স্ট্যাটাসে লিখেন, ‘প্রত্যেকটা মানুষের সহ্যের সীমা আছে, একটা কথা না বলেই থাকতে পারছি না, এ প্রোগ্রাম, সে প্রোগ্রাম, এ স্টেজ শো, সে মিটিং এগুলাতে আমার নাম না নিলে কি আপনাদের পেটের ভাত তরকারি হজম হয় না?’

এই স্ট্যাটাসে সানাই আরও লিখেন, ‘আমি সানাই যদি একটা জোড়ে চিৎকারও দেই, আমার চিৎকার শুনে এরকম ১০, ১৫ হাজার যা যাবতীয় মডেল আছে সব ভেসে যাবে! আসছে আমার নাম সেল করতে! নিজেদের নাম নিয়ে চলা শেখ।’

এরই মধ্যে চারটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। গানগুলো হলো- ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’, ‘দেশলাই’। এই বছরের শুরু থেকে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানের ভিডিওগুলো।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।