নতুন বছরে জিসান খান শুভ’র কণ্ঠে ‘আহা আমি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

লেখা, সুর এবং গায়কীর সংমিশ্রণে এই প্রজন্মের কাছে নিজেকে পরিচিত করে তুলেছেন জিসান খান শুভ। নতুন বছরের প্রথম দিনেই আলোচিত এই কণ্ঠশিল্পী নিয়ে আসছেন তার নতুন গানচিত্র ‘আহা আমি’।

গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন জিসান খান শুভ নিজেই। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। সাইফুল ইসলাম রোমান নির্মাণ করেছেন গানটির ভিডিও। স্যাড রোমান্টিক গল্পে ভিডিওতে দেখা যাবে আরিয়ানা জামান এবং অভি পোড়ামানিক। থাকছে জিসান খান শুভ’র উপস্থিতিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

নিজের নতুন গান এবং ভিডিও নিয়ে জিসান খান শুভ জানালেন, ‘আহা আমি’ স্যাড ঘরনার একটি গান। গানের সাথে মিল রেখে দারুন গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ২০২১ সালের প্রথম দিন তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আহা আমি’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, স্বাধীন মিউজিক অ্যাপএ।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।