ফের করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০৫ জানুয়ারি ২০২২
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি/সংগৃহীত ছবি

আবারও করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন টালিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার রাতে টুইট করে রাজ চক্রবর্তী নিজেই এ তথ্য জানিয়েছেন।

তারা দুইজনই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। টুইটে ভক্তদের করোনার স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন চিত্র পরিচালক রাজ।

এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন টালিউডের এই তারকা দম্পতি। তবে একসঙ্গে এবারই প্রথম। রাজ চক্রবর্তী প্রথমবার করোনায় আক্রান্ত হন ২০২০ সালের আগস্টে। সেই বছরের ১৭ আগস্ট টুইট করে তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন।

অন্যদিকে রাজ যখন বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত তখন করোনায় আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। ২০২১ সালের ২০ এপ্রিল সেই খবর জানিয়েছিলেন টালিউডের এই অভিনেত্রী। আক্রান্ত হয়ে সেসময় বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। তবে তাদের সন্তান ইউভান সুস্থ ছিল তখন।

এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।