আনুশকা বিরাটের ব্রেকআপ


প্রকাশিত: ১০:১০ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

বেশ কিছুদিন ধরেই বলিউডের লাস্যময়ী অভিনেত্রী আনুশকা শর্মা ও ইন্ডিয়ান ক্রিকেটের হার্ডহিটার ব্যাটসম্যান বিরাট কোহলির প্রেমের সম্পর্ক ভাঙ্গনের জোরালো গুঞ্জন ফলাও করে প্রকাশ হচ্ছিল ভারতের প্রথমসারির গণমাধ্যম গুলোতে। তবে এবার আর রাখঢাক নয়, নিশ্চিত ভাবেই জানা গেল আনুশকা  বিরাটের ব্রেকআপ ব্যাপারটি।

বলিউড লাইফ ডট কমের বরাত দিয়ে এও জানা যায়, দুজনে এখনো কোন সরাসরি বক্তব্য না দিলেও সম্প্রতি নিজের টুইটারে ব্রেকআপ নিয়ে ছবি পোষ্ট দিয়েছিলেন বিরাট কোহলি। যদিও কিছুক্ষণ পর সেটি আবার একাউন্ট থেকে সরিয়ে নেন তিনি।

এছাড়া সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এ দুই তারকার ঘনিষ্ঠজনরা তাদের ব্রেকাআপের খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছে বিয়ে নিয়ে দ্বিমত পোষণের কারণে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্তও নাকি পাকাপাকিভাবে নিয়ে ফেলেছেন।

প্রসঙ্গত, প্রায় দেড় বছর ধরে আনুশকা বিরাট পরস্পরে জালে আঁটকে ছিলো। এ নিয়েও কম কানাঘুষা হয়নি বলিউড পাড়ায়। কিছুদিন আগেও দুজন একসঙ্গে একছাদের নিচে ছিলেন তবে সেটা আর দীর্ঘস্থায়ী হলো না।

সমালোচকরা বলছেন, ব্রেকআপের পর দুজনেই ব্যক্তিগত ক্যারিয়ারে মনযোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন।

আরএএইচ/এনই/ এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।