মধ্যপ্রদেশের শুভেচ্ছাদূত মাধুরী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ২৬ জুন ২০১৪

ভারতের বিভিন্ন রাজ্য সরকার তারকাদের শুভেচ্ছাদূত নিযুক্ত করছে। এ তালিকায় এবার যুক্ত হলো মাধুরী দীক্ষিতের নাম। মধ্যপ্রদেশের স্বাস্থ্য বিভাগের আয়োজনে মমতা অভিযান কর্মসূচির দূত নির্বাচিত হয়েছেন তিনি। মা ও শিশু মৃত্যুর হার কমানোই তার লক্ষ্য।

এই কর্মসূচির দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে শুরুর জন্য ভোপালে গিয়েছিলেন মাধুরী। সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে যোগ দেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী।

এর আগে অমিতাভ বচ্চন গুজরাতের এবং শাহরুখ খান পশ্চিমবঙ্গের শুভেচ্ছাদূত নির্বাচিত হন।

আশি ও নব্বই দশকে বলিউড শাসন করেছিলেন মাধুরী। তার অভিনীত ‘দেড় ইশকিয়া’ ও ‘গুলাব গ্যাং’ ছবি দুটি মুক্তি পেয়েছে এ বছর। এখন তিনি কালারস টিভি চ্যানেলের ‘ঝলক দিখলা জা’য় বিচারকের দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিজীবনে দুই সন্তানের মা মাধুরী। তার স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।