ঢাকা এফএম-এ সাকিব আল হাসান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক , মাসুম আওয়াল মাসুম আওয়াল ঢাকা
প্রকাশিত: ১১:২৯ এএম, ২৬ জুন ২০১৪
ঢাকা এফএম-এ সাকিব আল হাসান

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এবারের ঈদে বেশকিছু পথশিশুকে ঈদের পোশাক উপহার দেবেন তিনি। উদ্যোগটি নিয়েছে ঢাকা এফএম ৯০.৪। তাদের ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের সম্পর্কে নানা অজানা তথ্য শ্রোতাদের জানাবেন সাকিব

অনুষ্ঠানটি নিয়ে রেডিও চ্যানেলটির প্রধান নির্বাহী আমিনুল হাকিম বলেন, ‘এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় গত বছরের মতো এবারও এই মহৎ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সূচনা হবে ক্রিকেটার সাকিব আল হাসানের হাত ধরে।’



‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানের প্রধান সঞ্চালক এহতেশাম। তাকে সহযোগিতা করবেন আরজে মেঘলা। ২৬ জুন রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি প্রচার হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।