আজকের এই দিনে : ১৩ ফেব্রুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:১১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

১২৫৭ খ্রিস্টাব্দের এই দিনে হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।

১৬০১ খ্রিস্টাব্দের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।

১৬৩৩ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির দার্শনিক, জ্যোর্তিবিদ, গাণিতিক গ্যালিলিও রোমে আগমন করেন।

১৭৮৮ খ্রিস্টাব্দের এই দিনে ওয়েস্ট মিনিস্ট্রিতে ওয়ারেন হেস্টিংসের বিচার শুরু।

১৮৩২  খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব।

১৮৭৯  খ্রিস্টাব্দের এই দিনে ‘প্রাচ্যের বুলবুল’ সরোজিনী নাইডুর জন্ম।

১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।

১৮৮৩ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানীর বিখ্যাত সুরস্রষ্টা এবং সংগীতবিদ রিচার্ড ওয়েগনার পরলোকগমন করেন।

১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক অং সানের জন্ম।

১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলা সাহিত্যের গবেষক ও প্রাবন্ধিক আহমদ শরীফ জন্মগ্রহণ করেন।

১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষাসৈনিক গাজিউল হকের জন্ম।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে মিত্র বাহিনী জার্মানির ড্রেসডেন শহরের উপর মারাত্মক বিমান হামলা করে।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক আবদুস সালাম ইন্তেকাল করেন।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।

১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে নারী আন্দোলনের অন্যতম কর্মী আশালতা সেনের মৃত্যু।

২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে সংশোধিত জরুরি ক্ষমতাবিধি জারি করে সরকার।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।