জিকা মাইক্রোসেফালির কারণ কি না জানা যাবে কয়েক সপ্তাহেই
জিকা ভাইরাস মাইক্রোসেফালি এবং মারাত্মক স্নায়ু দুর্বলতাজনিত রোগ গিলেইন-বারে সিনড্রোমের কারণ ঘটায় কি না তা কয়েক সপ্তাহ সময়ের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ কথা জানায়।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা ও উদ্ভাবন বিভাগের পরিচালক মারি-পল কিয়েনি বলেছেন, এসব রোগের কারণের সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে কি না তা নিশ্চিত হতে সম্ভবত আর চার থেকে আট সপ্তাহ সময় লাগবে। জিকা ভাইরাসে আক্রান্তদের কিছু ছোটখাট উপসর্গ দেখা গেলেও জোরালোভাবেই আশংকা করা হচ্ছে এর সঙ্গে মাইক্রোসেফালির যোগ রয়েছে।
কোনো গর্ভবতী নারী এ রোগে আক্রান্ত হলে তার অত্যাধিক ছোট মাথা ও ব্রেন সম্বলিত শিশু জন্ম নিয়ে থাকে। এছাড়া গিলেইন-বারে সিনড্রোম নামের একটি মারাত্মক স্নায়ু দুর্বলতাজনিত রোগের সঙ্গেও এ ভাইরাসের সম্পর্ক রয়েছে বলে আশংকা করা হচ্ছে।
আরএস/এমএস