ইউজিসিতে উচ্চশিক্ষার মানোন্নয়নে কর্মশালা


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর উচ্চশিক্ষা মান্নোন্নয়ন প্রকল্পের (হেকেপ) Establishing Internal Quality Assurance (QA) System at University (Round3) শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউজিসি অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি উপযোগী কোয়ালিটি এসিউরেন্স সিস্টেম শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে সদ্য প্রতিষ্ঠিত কোয়ালিটি এসিউরেন্স সেলকে  সঠিকভাবে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্যাপক বিস্তার ঘটেছে। এখন সময় এসেছে উচ্চশিক্ষার মান বৃদ্ধি করার। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারলে আমাদের জীবন মানও উন্নততর হবে। আমাদের উচিত প্রতিনিয়ত উচ্চশিক্ষা পর্যায়ে পাঠ্যসূচি হালনাগাদ করা।

হেকেপ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মহান্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ আলী মোল্লা, কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, কোয়ালিটি এসিউরেন্স ইউনিটের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর আবুল কাশেমসহ দেশের ৩৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের (রাউন্ড-৩) সংশ্লিষ্ট প্রতিনিধি এবং ইউজিসি ও হেকেপ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।