আসিফের গানের ভিডিওতে সৈয়দ আব্দুল হাদী


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

দেশবরেণ্য সৈয়দ আব্দুল হাদী এবার অভিনয় করতে যাচ্ছেন। তাকে যুবরাজ খ্যাত গায়ক আসিফের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হতে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।

তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘একদিন বৃদ্ধ হবো’ গানের জন্য মিউজিক ভিডিও নির্মাণ করছেন। সেখানে মডেল হতে সম্মতি জানিয়েছেন এই কিংবদন্তি শিল্পী।

আসিফ বললেন, ‘ভাবছিলাম হলো হাদী ভাইকে প্রস্তাবটা কিভাবে দিবো !! কুমার বিশ্বজিৎ দা’র অ্যালবাম প্রকাশনা উৎসবে পেয়ে গেলাম। একটু ইতস্তত হয়ে বলেই ফেললাম আপনাকে আমার ‘একদিন বৃদ্ধ হবো’ গানটাতে অভিনয় করতে হবেই, তিনি হেসে রাজী হয়ে গেলেন।’

আসিফ আরো জানান, ‘গানটিতে একজন শিল্পীর বর্ণময় জীবন ও করুণ সমাপ্তি তুলে ধরা হয়েছে। দারিদ্র্য না থাকলেও একাকীত্ব, অবহেলা আর পুরনো স্মৃতি রোমন্থন করে বেঁচে থাকার কষ্ট সব শিল্পীকেও পেতে হয়। এমন একজন শিল্পীর চরিত্রে হাদী ভাইকেই বেশি মানাবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরো জানালেন, আগামী কয়েকদিনের মধ্যে এর দৃশ্যধারণ হবে। নির্দেশনা দেবেন ইয়ামিন ইলান। রাজীব আহমেদের কথায় এর সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। কি-বোর্ডে ছিলেন মানাম আহমেদ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।