বাহাদুরশাহ পার্কে গণস্বাক্ষরতা অভিযান


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাধীনতা নিশ্চিত করতে ‘এসো ডানা মেলে উড়ি’ স্লােগানে প্রচারণার পদক্ষেপ নিয়েছে ইয়ুথ অ্যান্ডিং হাঙ্গারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন বাহাদুর শাহ পার্কে এ গণস্বাক্ষর অভিযান পরিচালিত হয়। এসময় কয়েকশ কিশোর কিশোরী এবং বিভিন্ন বয়সের মানুষ গণস্বাক্ষর ব্যানারে স্বাক্ষর করে স্বাধীনতার পক্ষে মত প্রকাশ করেন।  একটিভ সিটিজেন প্রশিক্ষণ প্রাপ্ত জবির শিক্ষার্থীরা এ গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেন।

bahadur

ষাটোর্ধ এক ব্যক্তি স্বাক্ষর করার সময় বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় হলো কিশোরকাল। এসময়ে মানুষের শারীরিক ও মানসিক স্বাধীনতাটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

ইউথ অ্যান্ডিং হাঙ্গার, জবি শাখার কোঅর্ডিনেটর মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ব্রিটিশ কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর জবির ৪০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় ইয়ুথ অ্যান্ডিং হাঙার। প্রশিক্ষণ প্রাপ্ত ইয়ুথ লিডাররা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অংশ নেন।

এসএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।