সাইকেল বালিকা শায়লা সাবি
বিশ্ববিদ্যালয় পড়ুয়া আলিয়া চটপটে আধুনিক হলেও আজকালকার তরুণদের মতো ইঁচড়ে পাকা নয়। নিজের সাইকেল ছাড়া এক পা নড়ে না কোথাও। এলাকার সবাই তাকে চিনে যায় ‘সাইকেল বালিকা’ হিসেবে।
এদিকে, একই বাসায় পাশের ফ্লাটে থাকেন কাজল। ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় এতোদিনেও বিয়ে করাটা হয়ে ওঠেনি তার। পাশাপাশি থাকায় ধীরে ধীরে মিষ্টি একটা সম্পর্ক গড়ে ওঠে দুজনার মধ্যে। কিন্তু কিছুতেই সম্পর্কটাকে সহজভাবে নিতে পারে না- দারুণ ক্ষুব্ধ হয়ে ওঠে সেজান, আলিয়ার বয়ফ্রেন্ড।
গোলাম রাব্বানির সাইকেল বালিকা গল্প অবলম্বনে ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রযোজিত টেলিফিল্ম ‘সাইকেল বালিকা’ পরিচালনা করেছেন তুহিন হোসেন।
প্রধান চরিত্রে চ্যানেল আই সেরা নাচিয়ে খ্যাত শায়লা সাবির বিপরীতে রয়েছেন চিত্র নায়ক রিয়াজ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তৌসিফ, জেবিন আর লায়লা হাসান।
‘সাইকেল বালিকা’ প্রচার হবে আগামী ৭ ডিসেম্বর রোববার দুপুর ২ টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।