ডিএসইতে লেনদেন কমেছে


প্রকাশিত: ১১:১৩ এএম, ০৩ মার্চ ২০১৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে একই চিত্র।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট; যা গত কার্যদিবসের চেয়ে ২৪২ কোটি টাকা বা ৪১ দশমিক ৮৭ শতাংশ কম। বুধবার লেনদেন হয়েছিল ৫৭৮ কোটি টাকার শেয়ার।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে। শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে বৃহস্পতিবার ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে মাত্র ১২৬টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক দশমিক ৬১ পয়েন্ট বেড়ে থেকে ১ হাজার ৪ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৮৯ পয়েন্টে এবং সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে মোট ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর। এ বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

এসআই/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।