জাজের পরিবর্তে ইমপ্রেসের পরিবেশনায় কৃষ্ণপক্ষ


প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৬ মার্চ ২০১৬

মেহের আফরোজ শাওন পরিচালিত হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের পরিবেশনার দায়িত্ব নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এর আগে ছবিটির পরিবেশক হিসেবে জাজ মাল্টিমিডিয়াকে দায়িত্ব দেয়া হয়েছিলো। অনেকটা হতাশ হয়েই প্রতিষ্ঠানটিকে বাদ দেয়া হয়েছে বলে ইমপ্রেস সূত্রে জানা গেছে।

চলচ্চিত্রটি মুক্তি পায় গেল ২৬ ফেব্রুয়ারি। এ দিন বহুল প্রতীক্ষিত ও আলোচিত চলচ্চিত্রটি মুক্তি পায় মাত্র ১৬টি সিনেমা হলে। চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস ও ঢালিউড হার্টথ্রব মাহি অভিনীত চলচ্চিত্রটির হল সংখ্যা দেখে বিস্মিত হন চলচ্চিত্র সংশ্লিষ্ট ও হুমায়ূনভক্তরা। এ পরিপ্রেক্ষিতে সমালোচনার মুখে পড়ে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। পাশাপাশি কাঙ্খিত দর্শকদের কাছে ‘কৃষ্ণপক্ষ’ পৌঁছাতে না পারায় পরিবেশক প্রতিষ্ঠানের ওপর নাখোশ হন ছবিটির নির্মাতা মেহের আফরোজ শাওন ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস।

তবে হলমালিকদের ওপর দায় চাপিয়ে পসব সমালোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন জাজের কর্ণধার আবদুল আজিজ।

উপায় না দেখে অবশেষে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেসই এর পরিবেশনার দায়িত্ব নিয়েছে। গেল শুক্রবার মুক্তির দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবেশনার দায়িত্ব পালন করছে চ্যানেল আইয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি। ফলে প্রথম সপ্তাহে জাজ কর্তৃক মুক্তিপ্রাপ্ত ১৬ হলের মধ্যে কেবল ঢাকা শহরের চারটি সিনেপ্লেক্স ছাড়া বাকিগুলো থেকে ‘কৃষ্ণপক্ষ’ নামিয়ে নেয়া হয়েছে।

এদিকে নতুন করে ঢাকার চারটি সিনেপ্লেক্সসহ যুক্ত হয়েছে মোট আরো ৯টি সিনেমা হল। পর্যায়ক্রমে দেশের অন্যান্য হলগুলোতেও মুক্তি পাবে ‘কৃষ্ণপক্ষ’। এশিয়া কাপ ক্রিকেট শেষ হলেই নতুন উদ্যমে ছবিটি নিয়ে মাঠে নামবে ইমপ্রেস- এমনটাই জানা গেল।

বর্তমানে যেসব হলে চলছে কৃষ্ণপক্ষ সেগুলো হলো- স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী ডিজিটাল সিনেমা, ছায়াবানী (ময়মনসিংহ), শংখ ও চিত্রালী (খুলনা), মডার্ন (দিনাজপুর), মমতাজ (সিরাজগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), তিতাস (পটুয়াখালী), বর্ষা (জয়দেবপুর) এবং রাজ (কুলিয়ার চর)।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।