ড্রোন হামলার তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৮ মার্চ ২০১৬

প্রথমবারের মত ড্রোন হামলার তথ্য প্রকাশ করবে হোয়াইট হাউজ। প্রকাশিত তথ্যে ড্রোন হামলায় হতাহতের সংখ্যাও জানানো  হবে। হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা লিসা মোনাকো সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর ডন।

 

তিনি বলেন, বিশ্বব্যাপী জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে পরিচালিত বিমান হামলার তথ্য প্রকাশ করবে প্রশাসন। নিহত বেসামরিক, সন্ত্রাসী এবং জঙ্গিদের সঠিক সংখ্যা প্রকাশ করা হবে ওই তথ্যে। কেননা ড্রোন হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর পাশাপাশি বেসামরিক নাগরিকরাও প্রাণ হারিয়েছে। 

প্রসঙ্গত, ড্রোন হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের অভিযোগের ওপর ভিত্তি করে ২০১৩ সালে ড্রোন হামলার বিষয়ে স্বচ্ছতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ওই অঙ্গীকারের পরই ড্রোন হামলার সঠিক তথ্য প্রকাশের পরিকল্পনা গ্রহণ করা হলো। বাৎসরিকভাবে এই তথ্য প্রকাশ করা হবে।  তবে এর আগে ড্রোন হামলার কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে ঘোষণা দিয়েছিল মার্কিন প্রশাসন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।