ভোলায় আ.লীগ প্রার্থীর অফিসে হামলা ও ভাঙচুর


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৯ মার্চ ২০১৬

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

অফিসের আসবাবপত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ করা হয়েছে।

পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে একটি ককটেল ও দুইটি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনার জন্য চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেনকে দায়ি করেছে।

ভোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র আগুনে পুড়িয়ে দেয়ার পাশপাশি কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। দোষিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।  

অমিতাভ অপু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।