অবশেষে গিনেজ বুকে নাম উঠলো সোনাক্ষির


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৯ মার্চ ২০১৬

সোনাক্ষি সিনহার শুরুটা ছিল বলিউডের হার্টথ্রুব হিরো সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে। প্রথম ছবিই তার ক্যারিয়ারের তুরুপের তাস হিসেবে কাজ করেছে। দাবাং মুক্তির পর রাতারাতি তারকা বনে যান সোনাক্ষি।

সে ছবিতে দারুণ অভিনয় শৈলী দেখিয়ে বলিউডে নিজের জায়গা বেশ ভালোভাবেই পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। তবে জনপ্রিয় এই অভিনেত্রী আগেই চেয়েছিলেন গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নিজের নাম ওঠাতে। এ জন্য অনেক কিছুই করেছেন। অবশেষ বিফলে যায়নি তার সেসব প্রচেষ্টা।

গতকাল মঙ্গলবার, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন সোনাক্ষি। সেখানেই বিশ্ব রেকর্ড তৈরি করেন ‘সব থেকে বেশি সংখ্যক মানুষ যারা একসঙ্গে নিজেদের নখ পেইন্ট করতে পারেন’- এই বিভাগে।

এ ব্যাপারে সোনাক্ষি বলেছেন, ‘ছোট থেকেই শুনে আসছি, অমুক রেকর্ড করেছেন, তমুক রেকর্ড ভেঙেছেন ইত্যাদি। তখন থেকেই বুঝতাম, গিনেজ বুকে নাম ওঠা বিশেষ সম্মানের। তাই নিজের ভেতর একটা সংকল্প করেছিলাম আমার নামও একদিন গিনেজ বুকে উঠবে। অবশেষে আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। অ্যান্ড আই ফিল সো হ্যাপি।’

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।