শাহজালালে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১০ মার্চ ২০১৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে এ স্বর্ণ উদ্ধার করে শুল্ক প্রিভেনটিভ দল।

তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক বিভাগের সহকারী কমিশনার রেজাউল করিম।

তিনি জাগো নিউজকে বলেন, রাতে সিঙ্গাপুর থেকে আসা আরক্স-৭৮৫ বিমান শাহজালালে অবতরণ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই বিমানে তল্লাশি চালায় প্রিভেনটিভ দল।

তল্লাশিকালে বিমানের সিটের নিচে এক ধরনের মোজার ভেতরে কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।