অভিনয়ের সুযোগ চান হেমা মালিনি
তাকে বলা হয় বলেউডের ড্রিম গার্ল। তার সমকালীন প্রায় সব পুরুষেরা তো বটেই ইন্ডাস্ট্রির নায়কেরাও স্বপ্ন দেখতেন তাকে পাওয়ার। তিনি এভার গ্রিন নায়িকা হেমা মালিনী।
অভিনয়ে এখন আর নিয়মিত নন। বিজেপির এমপি হিসেবে তিনি রাজনীতিবিদ হিসেবেই বেশি ব্যস্ত আজকাল। তার বাইরে যেটুকু সময় পান সেটা নাতি-নাতনিদের সঙ্গে হৈ চৈ করে কাটিয়ে দেন।
তবে সম্প্রতি তিনি অভিনয়ের প্রতি আগ্রহী হয়েছেন বলে শোনা যাচ্ছে। খুব শিগগিরই রমেশ সিপ্পির পরবর্তী ছবি ‘সিমলা মির্চ’-এ দেখা যাবে হেমাকে।
তবে ছবিতে কাজ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে নিজের অভিনয়ে অনিয়মিত থাকার বিষয়ে মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, ‘আমি অনিমিয়ত কারণ বলিউড চায় না আমি নিয়মিত কাজ করি।’ তিনি ক্ষোভের সঙ্গে আরো বলেন, ‘বয়স্ক অভিনেত্রীদের কদর নেই বলিউডে। হলিউডের অভিনেত্রীরা যদি বয়সকালেও সমানভাবে কাজ করতে পারেন তবে বলিউডে তার ব্যতিক্রম কেন ঘটবে? এখানে আমি এবং আমার সময়ের অভিনেত্রীরা কোনো অর্তবহ চরিত্র খুঁজে পাই না যেখানে কাজ করার আগ্রহ প্রকাশ করবো। আজকালকার ছবিতে মাফিয়া, নায়ক-নায়িকাকে মূখ্য করেই নির্মত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সারা বিশ্বে এমন অনেক ছবি হচ্ছে, যেখানে প্রবীণ অভিনেত্রীরা স্বচ্ছন্দে কাজ করছেন। কিন্তু বলিউডে সেটা হচ্ছে না। আমাকে ছবিতে নেওয়ার রিস্কটা ছবি নির্মাতারা এখন আর নিতে পারছেন না। যদি ছবি ফ্লপ হয়ে যায়!’
অনেকদিন পরে রমেশ সিপ্পির পরবর্তী ছবি ‘সিমলা মির্চ’এ দেখা যাবে হেমাকে। এর আগে প্রকাশ ঝায়ের ‘আরক্ষণ’এ ক্যামিও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
এলএ/এবিএস