শ্রদ্ধা কাপুরের নায়ক সঞ্জয় দত্ত!


প্রকাশিত: ০৯:০০ এএম, ১২ মার্চ ২০১৬

জেল থেকে ছাড়া পেয়ে বেশ ফুরফুরে মেজাজে দিন পার করছেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্তের। প্রিয় মানুষ ও আত্মীয়দের সঙ্গে চলছে দেখা ও আলাপ পর্ব।

এরইমধ্যে খবর এসেছে নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন সঞ্জু বাবা। তারচেয়েও বড় খবর এই ছবিতে হাঁটুর বয়সি নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করতে দেখা যাবে এই নায়ককে। ৫৬ বছরের নায়কের সঙ্গে ২৭ বছরের নায়িকার রসায়ন বেশ জমজমাট হবে বলে ভাবছেন বলিউড বোদ্ধারা।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে মধ্যবয়সি এক পুরুষের সঙ্গে এক যুবতীর ভালবাসার গল্প নিয়ে। আদতে এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। ছ’টি দেশে শুটিং করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটির জন্য শ্রদ্ধার পাশাপাশি বলিউডের অন্য দুই অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আলিয়া ভাটের কথা ভাবা হয়েছিল। কিন্তু কিছুতেই ডেট পাওয়া যাচ্ছিল না তাদের। তাই চূড়ান্ত করা হল ‘আশিকি টু’ তারকা শ্রদ্ধাকেই।

মজার ব্যাপার হলো শ্রদ্ধা কাপুরের বাবা অভিনেতা শক্তি কাপুরের সঙ্গে নিজের প্রথম ছবি সুনীল দত্ত পরিচালিত ‘রকি’(১৯৮১)-তে অভিনয় করেছিলেন সঞ্জয়।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।