নকল কাহিনিচিত্র আগ্রাসন রোধে ক্রিয়েটিভ কিপার


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৩ মার্চ ২০১৬

বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রে কাহিনিচিত্র নকলের আগ্রাসন ঠেকাতে গঠিত হয়েছে মিডিয়া ওয়াচ গ্রুপ, ক্রিয়েটিভ কিপার। বিশ্বচলচ্চিত্র দর্শক এবং সাহিত্য পাঠকদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাপ্রণোদিত স্বাধীন নেটওয়ার্ক।

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্রে প্রচারিত, প্রদর্শিত কাহিনিচিত্রে অবাধ নকল রোধে ক্রিয়েটিভ কিপার যথাযথ প্রামান্যতথ্য জনসমক্ষে তুলে ধরবে এবং জনমত তৈরি করবে। ক্রিয়েটিভ কিপারের পর্যবেক্ষণলব্ধ তথ্যের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সচেষ্ট হতে সহায়ক হবে।

নিয়মিত পর্যবেক্ষণের ফলে নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজনা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টরা অধিকতর সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে ক্রিয়েটিভ কিপার বিশ্বাস করে। ক্রিয়েটিভ কিপার গণমাধ্যম কেন্দ্রিক মেধাসত্ত্ব রক্ষার আন্দোলন। বাংলাদেশের গণমাধ্যমে প্রদর্শিত ও প্রকাশিত মৌলিক সৃজনশীল কর্মকান্ডে অপব্যবহার রোধে ক্রিয়েটিভ কিপার দায়বদ্ধ।

ফেইসবুকে ক্রিয়েটিভ কিপারের একটি পেইজ করা হয়েছে। যে কেউ যে কোনো সময় তার দেখা একটি নকল টিভি নাটক বা চলচ্চিত্র সম্পর্কে পেইজটিতে জানাতে পারবেন। ক্রিয়েটিভ কিপার বিষয়টি পর্যবেক্ষণ করে যথাযত ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও [email protected] মেইল আইডিতেও অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।