ঢাকা হঠাৎ ফাঁকা
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস (বৃহস্পতিবার) উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
তিন দিনের এই ছুটির কারণে ঢাকার রাস্তায় যানবাহনের আনাগোনা কম। অন্যদিনের তুলনায় নেই বললেই চলে। রাজধানীর কোথাও ব্যস্ততা নিয়ে ছুটে চলা মানুষের জনজট নেই। সব খানেই প্রায় ফাঁকা ফাঁকা ভাব।
হইহল্লা, হর্ন আর যান্ত্রিক শব্দের চিরচেনা ঢাকার রূপ যেন অনেকটাই বদলে গেছে আজ। তিন দিনের ছুটি পেয়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন আবার অনেকে বন্ধু-বান্ধবের সঙ্গে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে গেছেন। সব মিলিয়ে ঢাকা হঠাৎ ফাঁকা হয়ে গেছে।
এর আগে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে বাস টার্মিনাল, রেল স্টেশনে মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। রাজধানীর টার্মিনালগুলো থেকে অনেক দুরপারলার বাস ছেড়ে গেলেও অনেকেই টিকিট পাননি বলে অভিযোগ তুলেছেন।
এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন, বুধবার ও আজ সকালে ঢাকা থেকে বের হওয়ার প্রবেশপথগুলোতে যানবাহনের চাপ বেশি ছিল।
ঢাকা চিরচেনা রূপ থেকে আজ কিছুটা ভিন্ন অর্থাৎ ফাঁকা ঢাকা পেয়ে নগরবাসী ভিন্ন স্বাদ গ্রহণ করছেন।
রাজধানীর পল্টন মোড় থেকে সুপ্রভাত বাসে বাড্ডাগামী আবুল হোসেন এ বিষয়ে বলেন, প্রতিদিন বাসে উঠতে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। আর যানজটে বাড্ডা পৌঁছতে দুই আড়াই ঘণ্টা সময় লাগে। কিন্তু আজ মাত্র ২৫ মিনিটেই বাড্ডা চলে এসেছি।
এদিকে রাজধানীর বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষ আশা করছেন, টানা তিন দিনের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে আজ বিকেল থেকে ভিড় বাড়বে।
এএস/একে/পিআর