আরাকান আর্মির আরো এক সহযোগী আটক
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির আরো এক সহযোগীকে রাঙ্গমাটি থেকে আটক করেছে পুলিশ। তার নাম মং অংথান (৩৬)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের বনরূপার একটি খাবার হোটেল তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটির কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ।
রোববার বিকেলে তার বিরুদ্ধে অবৈধ বিদেশী নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে সংগঠনটির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়েসহ চার সহযোগীকে আটক করা হয়। তারা বর্তমানে রাঙ্গামাটি জেলা কারাগারে। ২০১৫ সালের ২৬ আগস্ট রাতে রাজস্থলীর কলেজপাড়ার একটি বিলাসবহুল পাকা দালানে অভিযান চালিয়ে আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়িটির কেয়ারটেকার জসি অং মারমা ও অংসু অং মারমাকে আটকের পর পুলিশে সোপর্দ করে যৌথবাহিনী।
ওই ঘটনায় রেনিন সোয়েসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন, বিদেশী মুদ্রা পাচার ও অবৈধ বিদেশী অনুপ্রবেশ আইনে পৃথক তিনটি মামলা করে রাজস্থলী থানা পুলিশ। এর প্রায় দুই মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর এলাকা থেকে পলাতক থাকা আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়েকে আটক করা হয়। সর্বশেষ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মং অংথানকে আটক করে পুলিশ।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, শনিবার রাত ৮টার দিকে শহরের বনরূপার একটি খাবার হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে মিয়ানমারের নাগরিক এবং আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়ের সহযোগী বলে স্বীকার করেছেন। তার কাছ থেকে ডা. রেনিনের হাতের লেখা চিঠিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে আটক মং অংথানের বিরুদ্ধে অবৈধ বিদেশী নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা (নম্বর-৮৪১, তারিখ- ১৯/০৩/২০১৬ইং) দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শহীদ উল্লাহ জানান, আটক আরাকান আর্মির সহযোগী মং অংথান জেলহাজতে থাকা আসামি ও সংগঠনটির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়েকে আইনি সহযোগিতার জন্য রাঙ্গামাটি এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মং অংথানের কাছ থেকে পেন ড্রাইভ, আরাকান আর্মির ইউনিফর্মধারী ছবিসহ ভিন্ন নামে দুইটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে নিজেকে তিনি মিয়ানমারের নাগরিক এবং দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সহযোগী বলে দাবি করেছেন।
সুশীল প্রসাদ চাকমা/এআরএ/আরআইপি