চার বিদেশির সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করলেন খালেদা


প্রকাশিত: ০১:১০ পিএম, ২০ মার্চ ২০১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত বিদেশি চার রাজনৈতিক। রোববার বিকেল সাড়ে ৪টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতে শুরু হয়ে সাড়ে ৬টা পর্যন্ত চলে এই বৈঠক।
 
বৈঠকে যুক্তরাজ্যের স্বতন্ত্র সংসদ সদস্য সাইমন ড্যানজাক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য ফিলিপ বেনিয়ন; মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর রাজনীতিক ও জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের অন্যতম উদ্যোক্তা অল্ডারম্যান জোয়েজন মুর, দেশটির ডেমোক্রেটিক পার্টির নেত্রী মিস বারবারা মুর অংশ নেন।

তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন। তবে প্রায় দুই ঘণ্টাব্যাপি এ বৈঠকের বিষয়ে কোন পক্ষ থেকে গণমাধ্যকে কিছু বলা হয়নি।
 
এমএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।