শ্বশুর-শাশুড়িও আমার অভিনয়ের ভক্ত: চাষী আলম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৬ আগস্ট ২০২৩

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় অভিনেতা চাষী আলম বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম তুলতুল। শুক্রবার (২৫ আগস্ট) রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু’ চরিত্রটি যেমন মজার, চাষী আলম ব্যক্তি জীবনেও দারুণ রসবোধসম্পন্ন মানুষ।

বিয়ের পরে অভিনেতা চাষী আলম তার স্বভাবসুলভ ভঙ্গিতে গণমাধ্যমকর্মীদের ‘কেমন আছেন এখন?’- প্রশ্নের জবাবে বলেন, আমি আগেও বলেছি বিয়ের পরও বলছি, সেই আগের মতোই আছি আমি। শুধু একটু পরিবর্তন, চার সদস্যের আমার পরিবারে একজন সদস্য বেড়েছে।

তিনি আরও বলেন, এখন আমরা পাঁচজন হয়ে গেলাম। মনে হচ্ছে এত অল্প সময়েই আমার বউ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিশে গেছে। আমার ছোট বোনের সঙ্গে ওর বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছে।

আপনি আড্ডাপ্রিয় মানুষ। অনেক রাত করে বাসায় ফেরেন। এখনো এমন জীবনযাপন করতে পারবেন? এ প্রশ্নের জবাবে চাষী আলম সহাস্যে বলেন, না, এতে কোনো সমস্যা হবে না। আর আমি বিয়ের আগেই বউকে অনুরোধ করে বলেছিলাম, বিয়ের পর আমি আগের মতো থাকতে চাই। আমার বউয়েরও চাওয়া, আমি আগে যেমন ছিলাম, তেমনি যেন থাকি। সেও মনে করে হইহুল্লোড়, আড্ডা—এগুলো জীবনে বেঁচে থাকার অংশ। কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে বোঝেন এবার।

শ্বশুর বাড়ির লোকজন অভিনেতা জামাইকে কেমন গ্রহণ করেছেন? এ প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘তারা তো জেনেশুনেই আমার সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দিয়েছেন। বউ তো আছেই, শ্বশুর-শাশুড়ি দুজনই আমার অভিনয়ের ভক্ত।’ এমনটা বলেই তিনি হেসে দিলেন সবাই প্রিয় ‘হাবু ভাই’।

শ্বশুর-শাশুড়িও আমার অভিনয়ের ভক্ত: চাষী আলম

বউ তুলতুলের প্রশংসা করতেও ভুল করলেন না চাষী আলম। নতুন বউয়ের প্রশংসা করে এ অভিনেতা বলেন, ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছেন। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনের মতো।’ তিনি আরও বলেন, ‘তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।

চাষী আলমের স্ত্রী তুলতুল ইসলামের ডাক নাম মোহনা। গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন মোহনা।

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। তার অধিকাংশ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েকদিন। এর মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।