‘বাবা’ ডাকতে পারি না একটা বছর: চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটপর্দা থেকে বড়পর্দা; সবখানেই তার সরব উপস্থিতি। বিভিন্ন ধরনের চরিত্রে পরিচ্ছন্ন অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত বছর এদিনে বাবাকে হারিয়েছেন তিনি। বাবা হারানোর শোক ভুলতে পারছেন না চঞ্চল।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর/ আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ এক বছর হয়ে গেল/ বাবার হাতটা ছুঁতে পারি না একটা বছর/ বাবাকে আদর করতে পারি না একটা বছর/ মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি/ বাবা সাড়া দেয় না/ আর দেবেও না কোনোদিন।’

আরও পড়ুন: এখনো বাবার দেওয়া জামার সুবাস খোঁজেন চঞ্চল

তিনি আরও লিখেছেন, ‘স্বপ্নেও বাবাকে দেখতে পাই না/ এ যে কী কষ্ট, কী যে কষ্ট! যারা পিতৃহীন তারাই শুধু বোঝে, তারাই শুধু জানে। আমাদের ছোটবেলার বাঘের মতো গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মতো করে আদর করতাম, বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসতো/ সেই হাসিটাও এক বছর দেখি না।'

‘বাবা’ ডাকতে পারি না একটা বছর: চঞ্চল চৌধুরী

‘হাজার কথা লিখেও বোঝাতে পারবো না, বাবা ছাড়া এই একটা বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা কেমন দাউ দাউ করে জ্বলছে। বাবা! বাবা! বাবা! তুমি যেখানেই থাকো, ভালো থাকো বাবা। বাবা—এই শব্দটাই শুধু রয়ে গেল/ তুমি চলে গেলে বহুদূর/ অনন্ত যাত্রায়।’

আরও পড়ুন: মেঘের রাজ্যে বাবাকে খুঁজতে থাকি: চঞ্চল চৌধুরী

২০২২ সালের ২৭ ডিসেম্বর প্রয়াত হন চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।