পাহাড়ে স্ত্রীর জন্মদিন পালন করলেন অরিন্দম শীল

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

কলকাতাজুড়ে চলছে তীব্র গরম। এই তাবপ্রবাহ থেকে দূরে ঠান্ডার শহরে স্ত্রীর জন্মদিনের আয়োজন কাটাচ্ছেন পরিচালক-অভিনেতা অরিন্দম শীল।

পশ্চিমবঙ্গের পার্শ্ববতী রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২ কিলোমিটার উপরে প্রকৃতির কোলে বিলাসবহুল রিসর্টে স্ত্রীর জন্মদিন পালনের পাশাপাশি একান্তে সময় কাটাচ্ছেন অরিন্দম শীল ও তার স্ত্রী শুক্লা শীল। সিকিমের ছাঙ্গু লেগ ও নাথু লা পাস ঘুরে মঙ্গলবার গ্যাংটক এ পৌঁছেছেন অরিন্দম শীল ও তার স্ত্রী শুক্লা শীল।

অরিন্দম শীল নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

পাহাড়ে স্ত্রীর জন্মদিন পালন করলেন অরিন্দম শীল

স্ত্রীর জন্মদিন ও বেড়াতে যাওয়ার বিষয়ে অরিন্দম শীল নিজেই জানান, আমার সিনেমা ‘সাবাশ ফেলুদা’। সেই সিনেমার শুটিংয়ের জায়গা গুলো শুল্কাকে দেখাচ্ছিলাম। পাহাড়ের কোন কোন জায়গায় গিয়েছিলাম। তারপর পাহাড় থেকে নেমে কোন জঙ্গলে গিয়েছিলাম। পাহাড়ের কোন জায়গায় থেকে গাড়ি ফেলেছিলাম সেই সমস্ত জায়গায় দেখালাম শুল্কাকে।

স্ত্রীর জম্মদিনে কি উপহার দিলেন অরিন্দ। এই বিষয়ে তিনি নিজেই জানিয়েছেন, প্রায়শই কিছু না কিছু উপহার দেওয়া হয়। অনেকদিন পর পাহাড়ে এসে দুজনে ভালো সময় কাটাচ্ছি এটাইতো বড় ব্যাপার। এত ব্যস্ততার মাঝে এই সময় ও সুযোগ পেলাম আমরা দুজনেই।

পাহাড়ে স্ত্রীর জন্মদিন পালন করলেন অরিন্দম শীল

কবে ফিরবেন কলকাতায়? এই বিষয়ে অরিন্দ বলেন, শুক্লার জন্মদিনের পার্টির অপেক্ষা করে আছেন আমাদের দুজনেরই পরিবার এবং বন্ধু-বান্ধবেরা। তাই বৃহস্পতিবার কলকাতা ফেরার পরিকল্পনা রয়েছে আমাদের।

আসছে ১ জুন ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমা শুটিং করবেন বলে প্রাথমিকভাবে ঠিক করেছিলে অরিন্দম শীল। কিন্তু এই মুহূর্তে ভারতে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। নির্বাচনের ফল প্রকাশের কথা মাথায় রেখে তারিখ বদলেছে। এছাড়াও টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের হাত ভেঙেছে। আগামী মাসের ১৫ তারিখ তার হাতের প্লাস্টার খোলা হবে। সবদিক বিবেচনা করেই তারিখ বদলাতে হচ্ছে।

তবে যে সময় শুটিং হচ্ছিল সেটা উপযুক্ত সময় ছিল। প্রচণ্ড গরমে সকলের কষ্ট হবে। যত তাড়াতাড়ি সম্ভব শুটিং সেরে ফেলবো এমনই জানালেন অভিনেতা পরিচালক অরিন্দম শীল।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।