বড়দিনের উপহার নিয়ে হাজির সাবরনিা কার্পেন্টার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৯ ডিসেম্বর ২০২৪

হলিউডের সংগীতের তুমুল জনপ্রিয় নাম সাবরিনা কার্পেন্টার। আসন্ন বড়দিন উপলক্ষে তিনি হাজির হয়েছেন উপহার নিয়ে। যা তার ভক্তদের জন্য বিশেষ তো বটেই। তিনি প্রকাশ করেছেন নতুন গানের অ্যালবাম।

এর নাম ‌‘অ্যা ননসেন্স ক্রিস্টমাম’। অ্যালবামটিতে রয়েছে ক্লাসিক্যাল ক্রিসমাস গান এবং শিল্পী নিজের কিছু হিট গান।

তবে এই প্রজেক্টে সাবরিনা একা নন। সংগীতশিল্পী চ্যাপেল রোআনও তার সঙ্গী হয়েছেন।

বড়দিনের উপহার নিয়ে হাজির সাবরনিা কার্পেন্টার

এই দুই গায়িকা একসঙ্গে অসাধারণ কাজ করেছেন। তারা নেটফ্লিক্সের বিশেষ শোতে ‘লাস্ট ক্রিস্টমাস’ গানটি পরিবেশন করেছেন। সেটি ৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক। তারা গান গাওয়ার পাশাপাশি নেচেও বেশ মজা করেছিলেন।

নেটফ্লিক্সে লগইন করে সাবরিনার নতুন গানের অ্যালবাম ‘অ্যা ননসেন্স ক্রিস্টমাস’ উপভোগ করা যাচ্ছে।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।