‌এটাই বাস্তব, এটাই সত্য, খোলামেলাই বললেন আইরিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

প্রায় নিরবে মুক্তি পেয়েছে ‘দুনিয়া’ নামের এক সিনেমা। বানিয়েছেন সাইফ চন্দন। সিনেমাটি নিয়ে মৃদ্যু আলোচনাও শোনা যাচ্ছে না কোথাও। তারই মধ্যে সিনেমা নিয়ে খোলামেলাই বাস্তবতা তুলে ধরলেন এর অভিনেত্রী আইরিন সুলতানা।

হঠাৎ করে বিনোদন অঙ্গন থেকে সরে গিয়েছিলেন মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজধানীর ধানমণ্ডির একটি আইটি ফার্মে চাকরিও করেছেন। চলতি বছরের শুরুতে এটিএন বাংলায় প্রচার চলতি মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকের মধ্যদিয়ে আবারও নিয়মিত হন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া নিজের সিনেমা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন তিনি।

তেমন আলোচনা শোনা যাচ্ছে না। ‘দুনিয়া’ কেমন? জানতে চাইলে আইরিন সুলতানা জাগো নিউজকে বলেন, ‌‘আমি দুনিয়া হলে গিয়ে দেখেছি। যারা সিনেমাটা দেখেছেন এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা ভালো বলেছেন।’

নতুন কোনো সিনেমা বা ওয়েব ছবিতে যুক্ত হয়েছেন? এমন প্রশ্নে আইরিন বলেন, ‘না। আমি মিথ্যা বলতে পছন্দ করি না। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো বলত, “হ্যাঁ, আমার হাতে চারটা ছবি আছে, পাঁচটা সিরিজ আছে। কিন্তু নাম বলা নিষেধ।” হাহাহা।’

‌এটাই বাস্তব, এটাই সত্য, খোলামেলাই বললেন আইরিন

এমন খোলামেলা সত্য প্রকাশের কারণ কী? এসব কেনই বা বলবেন ‘তারা’? আইরিন বলেন, ‘এগুলো আসলে আলোচনায় থাকার ধান্দা। আমি ওটিটির কোনো প্রস্তাব এখনো পাইনি। কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি, সেগুলোও চূড়ান্ত হয়নি। এটাই বাস্তব, এটাই সত্যি।’

আইরিন অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ছিল জুলফিকার জাহিদীর ‘কাগজ’। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। এরপর তিনি ‘টাইম মেশিন’, ‘এই তুমি সেই তুমি’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়বিনী’, ‘পদ্মার প্রেম’, ‘আকাশ মহল’ সিনেমাগুলোয় অভিনয় করেন। তিনি জানান, মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি সিনেমা। সেসব সামনের বছর মুক্তি পাবে।

এমআই/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।