বিনামূল্যে দেখা যাবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫

গত বছরের শেষে মুক্তি পেয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম ছবি ‘প্রিয় মালতী’। এখনও সেটি চলছে প্রেক্ষাগৃহে। আনন্দের খবর হচ্ছে, বিনামূল্যে ছবিটি দেখা যাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রয়েছে ছবিটির প্রদর্শনী।ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত ফেসবুক পোস্টে সবাইকে মনে করিয়ে দিয়েছেন সে কথা।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘প্রিয় মালতী টিমের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘‘প্রিয় মালতী’’ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে।’ মেহজাবীনসহ এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

jagonews24

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভিসির মডেল হয়ে পরিচিতি পেয়ে যান তিনি। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

এমআই/আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।