‘আল্লাহর ওয়াস্তে আমার জীবন নিয়ে আর টানাটানি কইরেন না’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন। সম্প্রতি মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পান এই তারকা।

জামিন নেওয়ার পর তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত এবং সংগীতশিল্পী শেখ সাদী তার জামিনদার হিসেবে স্বাক্ষর করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে পরীমনি ও গায়ক শেখ সাদী প্রেম করছেন।

এ নিয়ে চারদিকে যখন গুঞ্জন ডালপালা মেলেছে তখন পরীমনি মুখ খুললেন তার জীবনের নানা বিষয় নিয়ে। আজ ৩০ জানুয়ারি, ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেকে নিয়ে নানা প্রশ্নও করেছেন। সেইসঙ্গে সকলকে অনুরোধ করেছেন তাকে তার কাজের বাইরে আর কোনোভাবে বিচার না করতে।

তিনি লিখেছেন, ‌‌‘আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করল আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।
যেমন- ১। পরী, আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণ আপনাকে নিয়ে এত মাতামাতি করে? বা পাশাপাশি গণমাধ্যমে আপনাকে নিয়ে এতো সম্প্রচার কেন হয় বলে মনে করেন?

২। আপনার কাজের চেয়ে লোকে আপনার ব‍্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?

‘আল্লাহর ওয়াস্তে আমার জীবন নিয়ে আর টানাটানি কইরেন না’

৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরও একটু আগে চলে যাই যেমন- শাবানা, ববিতা, কবরী, রোজিনাদের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন ততটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?’

তবে ৪ নম্বর প্রশ্নটি না করেই নিজেকে থামিয়ে দিলেন পরী। তিনি লেখেন, ‘নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে। কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরি হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে…

বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ারের থেকেও জরুরি আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!’

পরী আরও উল্লেখ করেন, ‘গত তিন/চারটা মাস আমার জীবনের সবথেকে কঠিন সময় পার করেছি আমি। কেন / কি জন্যে সেটার ডেসক্রিপশনটা দেয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি। আমি নায়িকা, আমি মেয়ে, সব কিছু ছাড়িয়ে আমি মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি - হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার উপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেবো।’

তবে পুরো স্ট্যাটাসে স্পষ্ট করে শেখ সাদীর সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি পরী। বরং নিজের লেখায় আভাস দিয়েছেন, নানা গুঞ্জনে বিরক্ত ও ক্লান্ত এই নায়িকা রেহাই চান।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।