হঠাৎ স্থগিত হয়ে গেল হাবিব ওয়াহিদের সেই বিলাসবহুল কনসার্ট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ শ্রোতাদের কাছে পরিচিত একটি নাম। তার গানে শ্রোতারা সব সময় নতুন কিছু পান। বছরের পর বছর সংগীতের সঙ্গে যুক্ত থাকা এই গায়ক নতুন গান ও স্টেজ শো দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। তার কর্পোরেট শোগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য থাকে ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনের কনসার্টগুলো।

এ বছরও ১৩ ফেব্রুয়ারি হাবিব ওয়াহিদের অংশগ্রহণে 'ম্যাক্স ফান অন বে ওয়ান' শিরোনামে একটি কনসার্টের আয়োজন করার কথা ছিল। এই কনসার্টটি একটি প্রমোদতরীতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে হাবিবের সংগীত উপভোগ করতে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছিল ৯৯,৯৯৯ টাকা।

কনসার্টটি ছিল বিশেষ দুই দিনের একটি বিলাসবহুল ভ্রমণের অংশ। সেখানে হাবিব ওয়াহিদের লাইভ কনসার্ট, প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যাস্তের দৃশ্য এবং গভীর সাগরের পূর্ণিমা দেখতে পাওয়াসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন ছিল।

কনসার্টটির ব্যাপক প্রচারণাও শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে। তবে হঠাৎ করে আয়োজক কর্তৃপক্ষ কনসার্টটি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে বরেন্দ্রস্ ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের বহুল প্রতীক্ষিত ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ কনসার্ট স্থগিত করা হয়েছে। আমরা শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেব।’

এই কনসার্ট সম্পর্কে হাবিব ওয়াহিদ নিজে বলেছেন, ‘ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে আমার প্রতি বছরই অনেক ব্যস্ততা থাকে। তবে এবারের অভিজ্ঞতা হবে একটু ভিন্ন। গভীর সাগরের মাঝে পূর্ণিমার রাতে গানের মাধ্যমে এই বিশেষ দিনগুলো পালন করা হবে, যা নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’

তবে কনসার্ট স্থগিত হওয়ার পর কোনো বক্তব্য আসেনি এই গায়কের।

এদিকে, হাবিব ওয়াহিদ বর্তমানে প্লেব্যাক, দ্বৈত গান ও জিঙ্গেল নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনি তার ইউটিউব চ্যানেলে তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া নতুন দ্বৈত গান ‘ভাবিনি কখনো’ প্রকাশ করেছেন, যা ব্যাপক সাড়া ফেলেছে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।