ফ্যাশন-গান শোনা সবই হবে এক ইয়ারবাড ক্লিপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২০ জানুয়ারি ২০২৬
রিয়েলমি বাডস ক্লিপ

যারা গান শুনতে পছন্দ করেন তারা ইয়ারফোন, হেডফোন, ইয়ারবাড নিয়মিতই ব্যবহার করেন। তবে যারা ফ্যাশন সচতন বিশেষ করে নারীরা বেছে নিতে পারেন নতুন বাড ক্লিপ। রিয়েলমি নতুন বাডস ক্লিপ আনছে বাজারে। টাইটানিয়াম ব্ল্যাক এবং টাইটানিয়াম গোল্ড-দুটি রঙের বিকল্পে পাবেন এই বাড ক্লিপটি।

রিয়েলমি বাডস ক্লিপ উন্নত কল গুণমান, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত স্থায়িত্ব প্রদান করে বলেও দাবি করা হচ্ছে। এই ওয়্যারলেস হেডসেটটিতে একটি খোলা-কানের নকশা রয়েছে যা কানের খাল সিল না করেই কানের উপর বসে, যার লক্ষ্য দীর্ঘ সময় ধরে আরাম এবং আশপাশের পরিবেশ সম্পর্কে আরও ভাল ধারণা প্রদান করা।

রিয়েলমির গ্লোবাল ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ অনুসারে, রিয়েলমি বাডস ক্লিপে থাকবে হালকা ওজনের একটি ইয়ারবাড, যার প্রতিটির ওজন ৫.৩ গ্রাম। এটিতে টাইটানিয়াম-ফিট কানের নকশা রয়েছে এবং এটি একটি ম্যাট-ফিনিশ পৃষ্ঠের সঙ্গে আসবে যা ঘাম এবং তেল প্রতিরোধী বলে জানা গেছে।

jagonewsএই ওয়্যারলেস হেডসেটটিতে ১১ মিমি ডুয়াল-ম্যাগনেট লার্জ-অ্যাম্পলিটিউড ডায়নামিক স্পিকার রয়েছে। সেটআপটি একটি স্ব-উন্নত বেস এনহ্যান্সমেন্ট সিস্টেম এবং নেক্সটব্যাস অ্যালগরিদমের সঙ্গে যুক্ত হবে, যা ভোকাল স্পষ্টতা বজায় রেখে কম-ফ্রিকোয়েন্সি আউটপুট বাড়ানোর দাবি করেছে। ইয়ারবাডগুলো থ্রিডি স্পেশিয়াল অডিও সমর্থন করবে এবং অডিও লিকেজ কমাতে দিকনির্দেশনামূলক শব্দ প্রযুক্তি ব্যবহার করবে।

রিয়েলমি বাডস ক্লিপে প্রতিটি ইয়ারবাডে ডুয়াল মাইক্রোফোন থাকবে যার সঙ্গে এআই-ভিত্তিক পরিবেশগত শব্দ বাতিলকরণ এবং কলের জন্য বাতাস-শব্দ হ্রাস থাকবে। সংযোগের বিকল্পগুলোর মধ্যে থাকবে ব্লুটুথ ৫.৪, এসবিসি এবং এএসি কোডেক সমর্থন, ডুয়াল-ডিভাইস সংযোগ এবং ৪৫এমএস পর্যন্ত দাবি করা প্রতিক্রিয়া সময় সহ একটি কম-বিলম্বিত মোড।

কোম্পানির মতে, রিয়েলমি বাডস ক্লিপটি একবার চার্জে সাত ঘণ্টা পর্যন্ত এবং চার্জিং কেস সহ ৩৬ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক অফার করবে। ইয়ারবাডগুলোতে ধুলা এবং পানি প্রতিরোধের জন্য IP55 রেটিং থাকবে এবং এটি একটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ হবে। এই বাডস ক্লিপের দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শিগগির বাজারে আসছে ক্লিপটি। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন
এক গ্যাজেটেই পাবেন একাধিক ফিচার
১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা চলবে এই ইয়ারবাড

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।