জাতীয় পতাকা উত্তোলন দিবস

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ এএম, ০২ মার্চ ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২ মার্চ ২০২২, বুধবার। ১৭ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৯৭১- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া।
১৯৭৩- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়।
১৯৯৯- ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।

জন্ম
১৮৮১- ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি অতুলচন্দ্র ঘোষ।
১৮৯৪- প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক শৈলবালা ঘোষজায়া।
১৮৯৫- বাঙালি অভিনেত্রী নিভাননী দেবী।
১৮৯৮- বাংলাদেশি সাহিত্যিক মোহাম্মদ বরকত উল্লাহ।

মৃত্যু
১৮৪৫- অভিধানকার ও পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশ।
১৯৩০- ইংরেজ কথাসাহিত্যিক ও কবি ডি এইচ লরেন্স।
১৯৪৯- ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু।
১৯৮৩- বাঙালি সাহিত্যিক গিরিবালা দেবী।

দিবস
জাতীয় পতাকা উত্তোলন দিবস।
ভোটার দিবস।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।