এক মিনিটে ৪০৩ ঘুষি

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২২

অডিও শুনুন

ইউসুফ ইমানি এক মিনিটে ৪০৩টি ফুল এক্সটেনশন পাঞ্চ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন। ইরানের তেহরানের বাসিন্দা ইউসুফ একজন প্রফেশনাল বক্সার।

২০২১ সালের ৭ জুন তিনি এই রেকর্ডটি করেন। বক্সিং করতে করতে একসময় হাতের গতির আবিষ্কার করেন। তখন এই বিষয়টি তিনি তার কোচকে জানান। এরপর থেকে ইউসুফ এখন দ্রুততম পাঞ্চিংয়ের অনুশীলন করেন।

বিজ্ঞাপন

এমনকি অন্যদেরও প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান জিমে। ইউসুফ বলেন, তিনি ধৈর্য, শক্তি এবং গতির প্রশিক্ষণ দেন অন্যদের।

ইউসুফের আগে স্লোভাক ক্রীড়াবিদ এক মিনিটে ৩৩৪টি ঘুষি মেরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। তার থেকে ৬৯টি বেশি ঘুষি মেরে এই রেকর্ড ভাঙেন ইউসুফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।