যেখানে কনে বিয়েতে লাল নয়, কালো পোশাক পরে

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬

বিয়ে, বিয়ের কনে, লাল বেনারসি কিংবা পাশ্চাত্য দেশে সাদা গাউন-এই তো পরিচিত দৃশ্য। বিয়ে মানেই আমাদের চোখে ভাসে উজ্জ্বল লাল বা সাদা সাজ। দক্ষিণ এশিয়া ও পাশ্চাত্যে এই রংগুলো বিয়ের প্রতীক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। কনের পরনে লাল বেনারসি, ঝলমলে গয়না কিন্তু এর ঠিক বিপরীত একটা দৃশ্য দেখা যায় কিছু দেশে।

বিশ্বের কিছু দেশে বিয়ের দিনে কনে কালো পোশাক পরেন। আমাদের চোখে কালো রং শোকের প্রতীক হলেও, কিছু সংস্কৃতিতে এই রংকে মর্যাদা, স্থায়িত্ব ও প্রেমের প্রতীক হিসেবে দেখা হয়। স্পেনের বিশেষ করে আন্দালুসিয়া অঞ্চলে কনেরা ঐতিহ্যগতভাবে কালো লেইস বা সিল্কের পোশাক পরতেন। এই পোশাককে বলা হয় ‘ট্রাজে নেগ্রো’, সঙ্গে থাকে লম্বা কালো ঘোমটা বা মান্থিল্লা, মাথায় ফুল বা অলঙ্কার। এখানে কালো রং বোঝায় ‘মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকার অঙ্গীকার’। আধুনিক দিনে সাদা গাউন বেশি জনপ্রিয় হলেও ঐতিহ্যবাহী পরিবার বা ফ্লামেঙ্কো সংস্কৃতিতে কালো পোশাক এখনো সম্মানের সঙ্গে ব্যবহৃত হয়।

যেখানে কনে বিয়েতে লাল নয়, কালো পোশাক পরে

উত্তর ইউরোপের দেশগুলোতে বিশেষ করে নরওয়ে ও ফিনল্যান্ডে, গ্রামীণ কনেরা ভারী উলের কালো পোশাক পরতেন। সূচিকর্মের সঙ্গে এই পোশাককে বুনান্ড বলা হয়। কালো রং স্থায়িত্ব, ধনসম্পদ এবং পরিণত জীবনের প্রতীক। এছাড়া কালো পোশাক সহজে নোংরা হয় না, তাই বিয়ের পরে দৈনন্দিন ব্যবহারের জন্যও এটি ব্যবহার করা যেত।

ফ্রান্স ও ইতালির গ্রামীণ এলাকাতেও কনেরা কালো পোশাক পরতেন। ফ্রান্সে এটি পরিপক্বতা ও দায়িত্বের প্রতীক, আর ইতালিতে ব্যবহারিক কারণেই। কালো গাউনগুলোতে সূক্ষ্ম লেইস, হাতের কাজ এবং কখনো কখনো রুপালি অলঙ্করণ থাকত।

যেখানে কনে বিয়েতে লাল নয়, কালো পোশাক পরে

কালো বিয়ের পোশাক মানেই একঘেয়ে নয়। সাধারণত লেইস ও সূচিকর্ম থাকে, লম্বা ঘোমটা, সিলভার বা সোনালি গয়না, এবং মাথায় ফুল বা অলঙ্কার। স্পেনে অনেক কনে কালো পোশাকের সঙ্গে লাল গোলাপ বা লিপস্টিক ব্যবহার করেন, যা প্রেম ও শক্তির প্রতীক।

কালো পোশাক মানেই গম্ভীর বিয়ে নয়। স্পেনে বিয়েতে থাকে ফ্লামেঙ্কো নাচ, লাইভ গিটার সংগীত এবং রাতভর উৎসব। নরওয়ে ও স্ক্যান্ডিনেভিয়ায় বিয়েতে থাকে লোকসংগীত, পারিবারিক ভোজ এবং খোলা আকাশের নিচে আনন্দ।

যেখানে কনে বিয়েতে লাল নয়, কালো পোশাক পরে

স্পেনে বিয়ের খাবারে থাকে সি-ফুড, পায়েলা, অলিভ অয়েল ও চিজ, এবং ওয়াইন। নরওয়েতে পরিবেশন করা হয় মাছ, মাংস, স্থানীয় রুটি এবং মধু বা বেরি দিয়ে তৈরি ডেজার্ট। এসব খাবার শুধু পেট ভরায় না, ঐতিহ্যকেও তুলে ধরে।

আজকাল বিশ্বজুড়ে অনেক কনে ইচ্ছাকৃতভাবে কালো গাউন বেছে নিচ্ছেন। কেউ ঐতিহ্যের কারণে, কেউ ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ‘ব্ল্যাক ওয়েডিং ড্রেস’ এখন সাহসী ও আধুনিক ট্রেন্ড।

যেখানে কনে বিয়েতে লাল নয়, কালো পোশাক পরে

আসলে যে কোনো রংই সব জায়গায় একই অর্থ বহন করে না। কোথাও চিরন্তন ভালোবাসা, কোথাও দায়িত্ব ও মর্যাদা। বিশ্বজুড়ে বিয়ের রীতিগুলো শুধু উৎসব নয়, একেকটি সমাজের গভীর বিশ্বাসের প্রতিফলন। তাইতো কালো বিয়ের পোশাক আমাদের শেখায় যে ভালোবাসা শুধু রঙে বাঁধা নয়, সংস্কৃতি ও ইতিহাসও তার অংশ।

আরও পড়ুন
বিয়ে এত সহজ নয়, কাঠ কেটে বর-কনেকে দিতে হয় পরীক্ষা
মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে: সংস্কৃতি থেকে আধুনিক আইন

সূত্র: হিস্টোরি ওয়েডিং

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।