রাশিফল : ০৫ জানুয়ারি
মেষ: কর্মে দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনা। বিকল্প পথে উপার্জন করতে গিয়ে বিপাকে পড়ার আশঙ্কা। ভ্রমণে অযথা হয়রানি ও বহু ব্যয়।
বৃষ: নিজ কৌশলে কর্মস্থলে বিরূপ পরিস্থিতির মোকাবিলা। কোনও নারীকে ঘিরে পরিবারে অশান্তি। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
মিথুন: কর্মস্থলে বিশেষ দায়িত্ব পেতে পারেন। পরিবারে দায়িত্ব পালন করেও অশান্তির আশঙ্কা। নতুন কাজে না-দেওয়াই ভালো।
কর্কট: মাতৃস্থানীয়া স্ত্রীলোকের প্রভাবে স্বপ্ন সফল হওয়ার ইঙ্গিত। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। গুপ্তশত্রুতায় ক্ষতির আশঙ্কা।
সিংহ: মানসিক অস্থিরতায় কাজকর্মে বিপত্তির আশঙ্কা। প্রেমপ্রণয়ে তৃতীয় কাউকে ঘিরে ঝামেলা বাড়বে। গ্যাসট্রাইটিসের সমস্যায় দুর্ভোগ।
কন্যা: শেয়ারে বাড়তি লগ্নি থেকে বিরত থাকাই ভালো। কর্মক্ষেত্রে দূরসফরের খবর মিলতে পারে। টিউমার বা আলসার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধি।
তুলা: যাচাই না-করে উপার্জনের নতুন পথে হাঁটা বিপজ্জনক হতে পারে। সুস্থ থাকার তাগিদেই উত্তেজনা প্রশমনের প্রয়োজন। কর্তাব্যক্তির আনুকূল্যে কার্যোদ্ধার।
বৃশ্চিক: কর্মপ্রতিষ্ঠানের আর্থিক দুর্বলতা চিন্তা বাড়িয়ে দেবে। বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় সাফল্যের ইঙ্গিত। অনিদ্রাজনিত সমস্যায় কাজে ব্যাঘাত।
ধনু: ব্যবসায় হঠাত্ মন্দা চিন্তা বাড়াবে। স্বজনের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে।
মকর: কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির ভুল ধরিয়ে দেওয়ায় বিষনজরে পড়তে পারেন। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগের শুভ দিন। সম্পত্তি-মামলার ফল অনুকূলে যেতে পারে।
কুম্ভ: অপ্রিয় সত্য কথার জন্য স্বজনমহলে বিপত্তির মুখে পড়তে হতে পারে। বিমানে ভ্রমণে বিপদের আশঙ্কা।
মীন: কর্মস্থলে সম্মান বৃদ্ধি। কাউকে ঋণ দিলে তা ফেরত পাওয়া কঠিন। পারিবারিক ও অর্থ সমস্যা নিয়ে দুশ্চিন্তা থাকবে।