রাশিফল : ১০ মার্চ


প্রকাশিত: ০২:১৪ এএম, ১০ মার্চ ২০১৫

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের প্রথমাংশ তুলনামূলকভাবে ভালো যাবে। প্রণয় সংক্রান্ত বিষয়াদিতে সুফল পেতে পারেন। বিকেলের দিক শরীর ভালো যাবে না। পুরনো কোনো ব্যাধি নতুনভাবে দেখা দিতে পারে। উত্তেজনা ক্ষতিকর হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামান্য অসুস্থ বোধ করতে পারেন। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। দুপুরের পরে সময় অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো যাবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কাজকর্মে প্রক্যাশিত সাফল্য পেতে পারেন। অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করা ঠিক হবে না। নিজেকে যথাযথভাবে প্রকাশ করতে পারলে ভালো করবেন। রোমান্স শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কারো সঙ্গে সম্পর্কোন্নয়ন হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাই-বোনদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। যাত্রী ও যোগাযোগ শুভ।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। মনোবল বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর মোটামুটি ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে । প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সকালের দিকে গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে। ব্যক্তিত্ব কাজে লাগাতে চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক লেনদেনের জন্য সকালবেলায় সময় অনুকূল থাকবে। উপার্জনের নতুন কোন সূত্র সৃষ্টি হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক ক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কর্মোন্নতির যোগ আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। শরীর ভালো নাও যেতে পারে। খারাপ কোনো সংবাদ পেতে পারেন।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।