রাশিফল : ১৭ মার্চ


প্রকাশিত: ০২:০২ এএম, ১৭ মার্চ ২০১৫

মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯): আজ সকালে ঘুম ভাঙবে আনন্দ, ফুর্তি আর পূর্ণ উদ্যাম নিয়ে। আপনি এই আনন্দের কারণ খুঁজে পাবেন না হয়তো, চেষ্টা করাও বৃথা হবে। বানিজ্যের সঙ্গে জড়িতরা দিনভর হাসিমুখে থাকবেন নিশ্চিত।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): আজ সব কাজ শুরু হতে কেন জানি ইচ্ছার বিরুদ্ধে বিলম্ব হবে। কিছুদিন ধরে কল্পনা করে আসা কোনো বিষয় আজ সত্যতে পরিণত হবে। কর্মক্ষেত্রে ভালোলাগা বৃদ্ধি পাবে।

মিথুন (মে ২১- জুন ২০): বুদ্ধিমত্তায় সেরা কোনো বন্ধুর সঙ্গে আজ হয়ে যেতে পারে মনোমুগ্ধকর কথোপকথন। তার কাছ থেকে পাওয়া আশা ভরসা কাজের নতুন দিক নির্দেশনা দিতে পারে।

কর্কট (জুন ২১- জুলাই ২২): কর্মক্ষেত্রে অদ্ভূত রকমের পরিবর্তন টের পাবেন। পছন্দের মানুষটি আজ বায়না করবে সামান্য জিনিসে। পরিবারের কাজে দিনের বেশির ভাগ সময় কেটে যাবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): হঠাৎ করেই মাথা থেকে অনেক দিনের চেপে বসা চিন্তা সুড়সুড় করে নেমে যাবে, সিংহ। আজকের দিনে কিছু কাজে বাধা পেলেও মন স্থীর থাকবে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): কিছুটা অবাক আর অদ্ভূতুড়ে ব্যাপার স্যাপার ঘটে যাবে দিনের প্রথম ভাগেই। ভাগ্য কিছুটা বিড়ম্বিত হতে পারে অনাঙ্ক্ষিতভাবে।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): খুব খারাপ লাগার একটা মুহূর্ত আপনার সকালের মিষ্টি ঘুমটি কেড়ে নিতে পারে। শারীরিকভাবে আজ সামান্য অস্বস্তিতে থাকতে পারেন।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): কাজের মাঝে বেশি বেশি বিরতি আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে, বিপরীত অবস্থাও ঘটতে পারে। বেশি ব্যস্ততা আপনাকে জোরপূর্বক বিশ্রামে পাঠাতে পারে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আজ যে কোনো কারণেই খুব বেশি উদ্বিগ্ন থাকবেন। উদ্ভাবনী কোনো গুণের কারণে পুরস্কৃত হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কারো বিশেষ সাহায্য পাবেন।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): মকরের আজ নতুন কিছু শোনার দিন। দীর্ঘদিনের প্রচেষ্টায় কঠিন কোনো কাজের সফলতা আজ মিলতে পারে। ভালোবাসার প্রদীপে আরও একটু ঘি আশা করছে।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): বাড়ির পাশে ঝিলের জলে ফুটে থাকা পদ্মটাকে প্রতিদিন দেখেন। কখনো তার গুরুত্ব আপনার কাছে অনুভূত না হলেও আজ তার না থাকাটা কেন যেন মেনে নিতে পারছেন না।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): ফেসবুক বন্ধুদের কাউকে খুব আপন বলে মনে হতে পারে। তার সঙ্গে আলাপচারিতা জমে উঠবে তুঙ্গে। কর্মঘণ্টা বয়ে যেতে পারে বেখেয়ালে। অর্থকে আজ অনর্থ মনে হতে পারে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।