এ যেন গাছের হাট-বাজার (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৬ জুন ২০১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ স্লোগানকে ধারণ করে রাজধানীর আগারগাঁওয়ে বসেছে বৃক্ষ ও পরিবেশ মেলা। মেলায় রয়েছে রকমারি গাছ ও ফলের বাহার। দেখেই যেন চোখ জুড়িয়ে যায় দর্শনার্থীদের। মেলা ঘুরে ছবি তুলেছেন জাগো নিউজের আলোকচিত্রী মাহবুব আলম।

প্রকৃতির ছোঁয়া
mela
ইট-কাঠ-কংক্রিটের এ নগরে প্রকৃতির ছোঁয়া পেতে অনেক সাধনার প্রয়োজন। তবে বিকেলের এমন একটি মুহূর্ত যদি প্রকৃতির মাঝে কাটে- তাতে মন্দ কী?

বিজ্ঞাপন

আমের রকমফের
melaমাটি ভরা ড্রামের মাঝে জাম্বুরা আম গাছ। দেখতে জাম্বুরার মতোই। এর পাশেই সিঁদুররঙা আম তোতাপুরি। মেলায় বরিশাল নার্সারিতে এমন প্রায় শতেক পদের আম রাখা হয়েছে।

নানা প্রজাতি
mela-in-3বৃক্ষমেলার একটি নার্সারিতে প্রায় ছয়শ’ প্রজাতির গাছ এসেছে। একশ’ পদের আম গাছ রয়েছে। তবে এর পাশাপাশি অর্কিড, ফুল ও বনজও রয়েছে। পঞ্চাশ প্রজাতির বিদেশি গাছও আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আছে পান
mela-in-4গ্রামবাংলায় আপ্যায়নের ঐতিহ্যবাহী উপাদান হচ্ছে পান। এছাড়া পান বিভিন্ন রোগেও ব্যবহৃত হয়ে থাকে। স্টলে পানের পসরা সাজিয়েছে গাজীপুরের বিএডিসি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বনসাই
melaমেলার মূল আকর্ষণ বৃক্ষরাজি। ফুল, ফলদ, বনজ ও বনসাইয়ে জমে উঠেছে বৃক্ষমেলা। বনসাই বৃক্ষরা মেলার রূপ-সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।