গোমতী-লালমাই পাহাড় রক্ষার দাবি


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১২ মার্চ ২০১৬

কুমিল্লার গোমতী নদীর মাটি কাটা বন্ধসহ জেলার বিভিন্ন নদী রক্ষা, পুকুর ভরাট বন্ধ ও লালমাই পাহাড় রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখা। শনিবার কুমিল্লা নগরীর টাউন হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের কুমিল্লা শাখার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নগরীতে পুকুর, দিঘী, জলাশয় ভরাট ও দখল হয়ে যাচ্ছে। এতে কুমিল্লার ঐতিহ্য গোমতী, ডাকাতিয়া, সালদা, কাঠালিয়া ও বুড়ি নদী রক্ষায় জেলা প্রশাসনের নিয়মিত তত্ত্বাবধানের দাবি জানানো হয়। এছাড়াও লালমাই পাহাড় কাটা বন্ধ এবং প্রাকৃতিক সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল হাসানাত বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, নির্বাহী সদস্য বাকীন রাব্বী ও মিতা পাল প্রমুখ।

আগামী ১৪ মার্চ এসব দাবির বিষয়ে কুমিল্লায় মানববন্ধন ও ১৫ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।